১৫১০ খ্রিষ্টাব্দে তৈরি হয় নুতনহাটের হোসেন শাহী টেরাকোটা মসজিদ। মসজিদের দেওয়ালে এবং মেহেরাবে, টেরাকোটা বা পোড়ামাটির নকাশি ফলক আজও দেখা যায়। কিন্তু নুতনহাটের হোসেন শাহী মসজিদের একেবারে পিন্ডি চটকে দিয়েছে আমাদের রাজ্য সরকারের পুরাতত্ত্ব বিভাগ।
All tagged Islam
১৫১০ খ্রিষ্টাব্দে তৈরি হয় নুতনহাটের হোসেন শাহী টেরাকোটা মসজিদ। মসজিদের দেওয়ালে এবং মেহেরাবে, টেরাকোটা বা পোড়ামাটির নকাশি ফলক আজও দেখা যায়। কিন্তু নুতনহাটের হোসেন শাহী মসজিদের একেবারে পিন্ডি চটকে দিয়েছে আমাদের রাজ্য সরকারের পুরাতত্ত্ব বিভাগ।
মুর্শিদাবাদ শহর থেকে আন্দাজ ৪৩ কিলোমিটার উত্তরে ছোট্ট গ্রাম খেরুর। কিন্তু খেরুরকে আর পাঁচটা গ্রামের থেকে আলাদা করে দেয় খেরুরের মসজিদ, যার অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এখনো বিদ্যমান।